• Home
  • >
  • About Us

About Us

আমাদের সম্পর্কে

দেশের সর্বপ্রথম ক্যারিয়ার গাইডেন্স ই-লার্নিং প্ল্যাটফর্ম যেটি বর্তমানে কাজ করছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ডিপ্লোমা ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে সঠিক গাইডলাইন থেকে বঞ্চিত হয়, যেমন একজন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র সে যদি ছাত্র থাকা অবস্থায় জব মার্কেটের যে টেকনোলজির ডিমান্ড রয়েছে সেগুলো শিখে পড়াশোনা শেষ করতে পারে তাহলে পাশ করার পর পরই সে তার কর্মসংস্থান করতে পারবে। আমরা সেই লক্ষ্যকে ফোকাস করেই কাজ করছি।

কেন এডুসিটিতে কোর্স করবো?

এডুসিটি আপনাকে ক্যারিয়ার রোডম্যাপ তৈরী করতে এবং সে রোডম্যাপ অনুযায়ী ৪ বছর সময়টিকে কিভাবে কাজে লাগাবেন কিভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিলকে ডেভেলপ করতে পারবেন সে সব বিষয়ে স্বচ্ছ ধারণা নিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবে।

এডুসিটির পরিচালনা পর্ষদ সম্পর্কে জানতে চাই

এডুসিটির প্রতিষ্ঠাতা হচ্ছেন ইঞ্জিনিয়ার আমিনুল হাই এবং রিয়াজুল ইসলাম। যারা দীর্ঘদিন যাবৎ আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন। প্রতিষ্ঠাতাদের মধ্যে আমিনুল হাই যিনি BUET থেকে BSc in CSE সম্পন্ন করে ইংল্যান্ড থেকে MBA করেছেন। রিয়াজুল ইসলাম মুরাদ (Engr. Reazul Murad)। যিনি বর্তমানে অপারেশন এবং টেকনোলজির দায়িত্বে রয়েছেন। তিনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে BSc in CSE এবং পরবর্তীতে MBA সম্পন্ন করেন, সেখানে ও তিনি প্রথম হোন। নিজের স্কিল বাড়ানোর জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল লার্নিং প্ল্যাটফর্ম থেকে সাইকোলজি এবং মার্কেটিং এর উপর পড়াশোনা করেছেন। যিনি দীর্ঘ ১১ বছর ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জুনিয়র লেভেল থেকে শুরু করে টিম লিড, প্রজেক্ট ম্যানেজার, ডেভঅপ্স ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ধরণের দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন Certified Project Manager. ছাত্রছাত্রীদের মাঝে তার এই অভিজ্ঞতাকে পৌঁছে দিতে এবং দেশ সেরা এক্সপার্ট দের সাথে যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে শুরু করেন এডুসিটি।

এডুসিটির টিচার প্যানেল সম্পর্কে জানতে চাই

বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন কোম্পানিতে কর্মরত দক্ষ ইঞ্জিনিয়ারগণ এডুসিটির মেন্টর হিসেবে রয়েছেন।

এডুসিটিতে শিক্ষক হিসেবে যোগ দিতে চাই

নলেজ শেয়ারিং এ আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি আপনার সিভি contact@educity.com.bd তে ইমেইল করুন।

এডুসিটি কি নিবন্ধিত কোম্পানি?

এডুসিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধিত। রেজিস্ট্রেশন নংঃ TRAD/DNCC/019881/2022, অফিসের ঠিকানাঃ ১৩০৫/এ, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬ ।