• হোম
  • >
  • ব্লগ
  • >
  • সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের ৫ টি টিপস

সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের ৫ টি টিপস

ডিপ্লোমা

27 March 2024

0 ভিউ

0 মন্তব্য

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সফল ক্যারিয়ার গড়তে প্রয়োজন কিছু “Raw Material”. সঠিক সমন্বয় করলে অবশ্যই আসবে সাফল্য। 


 

আজকে তোমাদের জন্য শেয়ার করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ৫ টি টিপসঃ 



 

✅ একটি সুনিশ্চিত লক্ষ্য নির্ধারণ করা, সেই লক্ষ্যে পৌঁছানোর প্রথম ধাপ। সব ফিল্ডের মতো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই। ক্যারিয়রে সফলতা পেতে চাইলে আগে থেকেই কোন পজিশনে ভবিষ্যতে কাজ করতে চাও, এবং সেটার গ্রোথ অপরচুনিটি কেমন সেটা নিয়ে ধারণা রাখার চেষ্টা করো। 



 

✅ একজন সিভিল ইঞ্জিনিয়ারকে প্রতিনিয়ত স্ট্রাকচার, ডিজাইন, পরিমাপ এবং স্থানিক বিন্যাস নিয়ে বিশ্লেষণ করতে হয়। বিভিন্ন মাপ-পরিমাপ নিয়ে তুলনামূলক বিচার বিশ্লেষণ করে, সময়মত সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য - এনালিটিক্যাল থিংকিং অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। এই দক্ষতা আরও বাড়াতে হবে। 



 

✅ যদিও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগতটা আমরা অনেকেই শুধুমাত্র কারিগরি দক্ষতার জায়গা ভেবে থাকি। প্রাক্টিক্যাল ফিল্ডে কাজ করতে গেলে বুঝতে পারি এখানে অনেকটুকু কাজ আসলে ক্রিয়েটিভিটিরও। বাস্তবে ফিল্ডে এসে এমন অনেক প্রবলেম সলভ করতে হতে পারে, যা হয়ত প্রাতিষ্ঠানিক পড়াশুনায় নাও পাওয়া যেতে পারে। মনে রাখতে হবে, প্রবলেম সলভিংয়ের একটা বড় অংশ হল ক্রিয়েটিভিটি। সেখানে আমাদের ক্রিয়েটিভ দক্ষতাকে কাজে লাগিয়ে সমাধানে আসতে জানতে হবে। 



 

✅ প্ল্যানিংয়ের ড্রাফট থেকে এক্সেকিউশন পর্যন্ত - একটি মিলিত লক্ষ্য নিয়ে অনেক ধরনের টিমের সাথে কাজ করতে হতে পারে। এক্ষেত্রে ম্যানেজম্যান্ট এবং সঠিক এক্সিকিউশন এর জন্য লিডারশিপ স্কিল - একজন সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে ক্যারিয়ার প্রত্যাশীর অবশ্যই থাকা উচিত। একজন দক্ষ লিডারের সবচেয়ে বড় শক্তি হল তার কমিউনিকেশন পাওয়ার। 



 

✅ বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং অপরচুনিটি কাজে লাগানোর চেষ্টা করবে। সিনিয়ার ইঞ্জিনিয়ার এবং তোমার পজিশনে যারা দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি আছেন- তাঁদের থেকে শেখার পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ, ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন ইত্যাদির সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা রাখা ভালো।


 

ট্যাগ

এই পোস্টটি শেয়ার কর

সাম্প্রতিক
ছাত্র অবস্থায়ই জানতে হবে ওয়ার্ক-লাই...

আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...

কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল...

প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...

ইংরেজিতে কমিউনেকেশনের দক্ষতা কি করে...

আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো?   যদি তোমার উত...

ট্যাগ

সব মন্তব্য

0 মন্তব্য