• হোম
  • >
  • ব্লগ
  • >
  • সফল ব্যক্তিরা পড়াশুনা শেষ করে কিভাবে ক্যারিয়ারেরে দিকে অগ্রসর হন?

সফল ব্যক্তিরা পড়াশুনা শেষ করে কিভাবে ক্যারিয়ারেরে দিকে অগ্রসর হন?

ডিপ্লোমা

27 March 2024

0 ভিউ

0 মন্তব্য


 

আচ্ছা, সফল ব্যাক্তিরা আসলে কি করেন, যেটার কারণে তারা ক্যারিয়ারে সফলতা পান? 


 

অনেকেই বলতে পারেন, সফল ব্যক্তিরা অনেক কঠোর পরিশ্রম করেন। আসলেই কি ব্যাপারটা শুধু তাই?


 

চলো জেনে নেয়া যাক, দেশে বিদেশে এবং আমাদের আশেপাশে থাকা এমন সফল ব্যক্তিদের সফলতার সুত্র আসলে কি? 


 

ক্যারিয়ারে সফলতা পেতে যেসব বিষয়ে ফোকাস করতেই হবে, তা হল - 

  


 

💎 ক্লিয়ার ক্যারিয়ার গোল 


 

💎 নেটওয়ার্কিং ও রিলেশনশিপ বিল্ডিং


 

💎 স্কিল ডেভেলপমেন্ট


 

💎 পোর্টফোলিও ও পার্সোনাল ব্র্যান্ডিং


 

💎 এডাপ্ট করতে পারার ক্ষমতা


 

💎 পরিশ্রম করা ও লেগে থাকতে পারার মানসিকতা


 

💎 ওয়ার্ক-লাইফ ব্যালেন্স 



 

একটা ক্লিয়ার ক্যারিয়ার গোল সেট করার অর্থ হল- তুমি কোন সেক্টরে, কোন নিশে- কাজ করতে চাও এবং ভবিষ্যতে সেই পজিশন থেকে কোথায় পৌঁছাবে সেটা জানা থাকা। 


 

সেই বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে একটা রোডম্যাপ রেডি করে নাও। এতে করে নেটওয়ার্কিং এবং প্ল্যানিং করতে পারবে একই সাথে। তার পাশাপাশি - বুটক্যাম্প, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহন করে নিজের অভিজ্ঞতাকে ঝালাই করার পাশাপাশি, নেটওয়ার্কিং আরও বাড়াও। 


 

নিজের হাতে কাজ করা প্রজেক্ট তোমার স্কিল বাড়াবে। সেই সাথে প্রতিযোগিতাপূর্ণ ক্যারিয়ার রাজ্যে তোমার চান্স বাড়িয়ে দিবে বহুগুণে। 


 

পোর্টফোলিও এখন থেকেই প্রস্তুত করো। ইন্ডাস্ট্রি চেঞ্জের সাথে মানিয়ে নেয়া ও পরিশ্রম করার মানসিকতা থাকলে, সফলতা পাবেই। 


 

আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথাও ভুলে গেলে চলবে না। নিজেকে সময় দিতে হবে, যাতে রিচার্জ হয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় পুরদমে কাজ করে যেতে পারো। 


 

শুভকামনা রইল। 


 

ট্যাগ

এই পোস্টটি শেয়ার কর

সাম্প্রতিক
ছাত্র অবস্থায়ই জানতে হবে ওয়ার্ক-লাই...

আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...

কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল...

প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...

ইংরেজিতে কমিউনেকেশনের দক্ষতা কি করে...

আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো?   যদি তোমার উত...

ট্যাগ

সব মন্তব্য

0 মন্তব্য